প্রাইভেট এইচ.এস.সি পরীক্ষা


  • উচ্চ মাধ্যমিক বোর্ড , ঢাকা বোর্ডের অধীনে এইচ.এস.সি মানাবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পরীক্ষা দেয়া যায়।
  • ১ বছরের মধ্যে সরাসরি বোর্ড ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করা যায়।
  • টেষ্ট পরীক্ষার ঝামেলা নেই, যে কোন সালের এস.এস.সি পাশ কৃত ছাত্র/ছাত্রী ভর্তি হতে পারবে।
  • প্রতি শুক্রবার ০১ দিন ক্লাশ করলেই হয়।
  • ভর্তির জন্য প্রয়োজন এস.এস.সি পরীক্ষার মূল মার্কসিট এবং ০৪ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • ভর্তি ও রেজিঃ এবং ফরমফিলাব সহ ১ বছরে সর্বমোট খরচ ১০(দশ হাজার টাকা)।
  • এইচ.এস.সি বিষয় সমূহঃ মানবিক শাখা- বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম পত্র, ইংরেজী ২য় পত্র , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , সমাজ কল্যান ১ম পত্র, সমাজ কল্যান ২য় পত্র, পেীরনীতি ১ম পত্র , পেীরনীতি ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র,
  • ব্যবসায় শিক্ষা শাখার বিষয় সমূহঃ বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজী ১ম পত্র, ইংরেজী ২য় পত্র , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হিসাব বিজ্ঞান ১ম পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং ১ম পত্র , উৎপাদন ব্যবস্থাপনা ও মার্কেটিং ২য় পত্র , ব্যবসায় উদ্যেগ ও ব্যবস্থাপনা ১ম পত্র, ব্যবসায় উদ্যেগ ও ব্যবস্থাপনা ২য় পত্র,