Director’s Massage

 

বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ কথা স্বীকার করছি যে, আমাদের প্রথম ও প্রধান সম্পদ হলো এ দেশের জনসংখ্যা এবং সম্ভাবনা সহায়ক শক্তি এ দেশের তরূন ও যুব সমাজ যাদের রয়েছে অমিত কর্মস্পৃহা ও ভালো কিছু একটা করার অদম্য আগ্রহ। তথাপি এ দেশের তরুন ও যুব সমাজ কে বাস্তব ও কর্মমূখী শিক্ষায় শিক্ষিত করে তাদের কর্মস্পৃহা ও উদ্দীপনাকে কাজে লাগিয়ে বেকারত্বের সংখ্যা অতি নগণ্য  পর্যায়ে নিয়ে আসা সম্ভব। বর্তমান প্রতিযোগীতার বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক ও কম্পিউটার ভিত্তিক শিক্ষা ব্যাবস্থার পরিকল্পনা গ্রহন ও তা বাস্তবায়নে সঠিক পদক্ষেপ নেওয়া উচিৎ।

সমকালিন চাহিদা কম্পিউটার ও ইংরেজি বিষয়ে জ্ঞান অর্জন, কম্পিউটার ও ইংরেজি বাদ দিয়ে বর্তমান যুগে অগ্রসর নাগরিক হিসেবে টিকে থাকা কঠিন। বর্তমান বিশ্বে কম্পিউটার শিক্ষা, বিশ্বকে শিক্ষনে ও পরীক্ষনে একদিকে দিচ্ছে ব্যাপকতা, অন্যদিকে দিচ্ছে দ্রুততা। জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটারের স্পর্শ নিজেদের অজান্তেই অনিবার্য হয়ে পড়েছে। বাংলাদেশ কে বিশ্ব পরিমণ্ডলে সম্মানের আসনে টিকে থাকতে হলে কম্পিউটার শিক্ষাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।

তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষা ব্যাবস্থায় যত অধিক সংখ্যক ছাত্র-ছাত্রীকে সম্পৃক্ত করা যাবে ততই আধুনিক, কর্মমূখী, দক্ষ ও যোগ্য তরূন একটি প্রজন্ম দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারে। বর্তমানে বিশ্বে অনেক মানুষ কম্পিউটারকে একটা সম্মান জনক পেশা হিসেবে গ্রহন করেছে। এভারগ্রীন ইনস্টিটিউট অব টেকনোলজির সকল উপদেষ্টা, ছাত্র-ছাত্রী সহ সকলের একনিষ্ঠ পরিশ্রমে গঠিত টিমের একই উদ্দেশ্য বাংলাদেশের কেউ যেন কারিগরি শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।

মোঃ খোরশেদ আলম  সঞ্চয়
পরিচালক
এভারগ্রীন ইনস্টিটিউট অব টেকনোলজী
০১৭২৬৮৯৬৩৫৮