জে.এস.সি পাশ এবং পাশ ছাড়া নবম শ্রেণীতে ভর্তি হওয়া যায় !


  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ০২(দুই) সেমিষ্টারে এস.এস.সি পরীক্ষা দেয়া যায়। ১ম বর্ষে  সমাপনী পরীক্ষা এরপর ২য় বর্ষে  সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করা যায়, এতে করে সহজেই পরীক্ষায় শতভাগ পাশ করা যায়।
  •  প্রতিটি বিষয় যেমন বাংলা, ইংরেজী সকল বিষয়ে বোর্ড সমাপনী পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনে আর বাকী ৬০ নম্বর বোর্ড সমাপনী পরীক্ষা হবে। বোর্ড সমাপনী পরীক্ষাগুলোর ৬০ নম্বরের মধ্যে নুন্যতম ২৫ নম্বর পেলে আর প্রতিষ্ঠান কর্তৃক ৪০ নম্বর থাকবে তাহলে সর্বমোট ৬৫ নম্বর হয়। তখন একজন শিক্ষার্থী এ গ্রেড নিশ্চিত করতে পারে।
  • বোর্ড পরীক্ষা পদ্ধতির চাইতেও  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার  মান ভাল ও পরীক্ষায় পাশ করা অধিকতর সহজ।
  •   যারা চাকুরীজীবি তারা প্রতি শুক্রবার ক্লাশ করতে পারবেন।
  • চাকুরীজীবিদের জন্য প্রতি শুক্রবার টেষ্ট পরীক্ষা গ্রহণ।
  • এস.এস.সি পাশ করার পর যে কোন কলেজে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হওয়া যায়।

এস.এস.সি পাঠ্য বিষয় সমূহ


১। বাংলা
২। ইংরেজী
৩। গণিত
৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয়
৫। পদার্থ বিজ্ঞান
৬। রসায়ন বিজ্ঞান
৭। কম্পিউটার আ্যাপ্লিকেশন
৮। আত্বকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যেগ
৯। শারিরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞানও খেলাধুলা
১০।ইসলাম শিক্ষা/হিন্দু ধর্ম/বৌদ্ধ ধর্ম
১১। কৃষি শিক্ষা
১২।ড্রেস মেকিং / জেনারেল ইলেকট্রনিক্স/কম্পিউটার ও তথ্য প্রযুক্তি/বিল্ডিং মেইনটেন্যান্স (যে কোন ১ টি)


ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র


১। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪(চার) কপি ছবি।
২। জে.এস.সি অথবা ৮ম শ্রেণী পাশ পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট