এইচ.এস.সি পরীক্ষা


যারা উন্মুক্ত থেকে এস.এস.সি পাশ করেছেন তাদের জন্য বিশেষ সুযোগ !


  •  কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিজনেজ ম্যানেজমেন্ট শাখায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো ০২(দুই) সেমিষ্টারে এইচ.এস.সি পরীক্ষা দেয়া যায়। ১ম বর্ষে বোর্ড সমাপনী পরীক্ষা এরপর ২য় বর্ষে বোর্ড সমাপনী পরীক্ষা যাতে করে সহজেই পরীক্ষায় শতভাগ পাশ করা যায়।
  •  প্রতিটি বিষয় যেমন বাংলা, ইংরেজী সকল বিষয়ে বোর্ড সমাপনী পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর প্রতিষ্ঠানের নিয়ন্ত্রনে আর বাকী ৬০ নম্বর বোর্ড সমাপনী পরীক্ষা হবে। বোর্ড সমাপনী পরীক্ষাগুলোর ৬০ নম্বরের মধ্যে নুন্যতম ২৫ নম্বর পেলে আর প্রতিষ্ঠান কর্তৃক ৪০ নম্বর থাকবে তাহলে সর্বমোট ৬৫ নম্বর হয়। তখন একজন শিক্ষার্থী এ গ্রেড নিশ্চিত করতে পারে।
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চেয়েও কারিগরি শাখায় মান ভাল ও সহজ পরীক্ষা পদ্ধতী।
  • যারা চাকুরীজীবি তারা প্রতি শুক্রবার ক্লাশ করতে পারবেন।
  • চাকুরীজীবিদের জন্য প্রতি শুক্রবার টেষ্ট পরীক্ষা গ্রহণ।
  • এইচ.এস.সি পাশ করার পর সরকারী বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্বঃ / ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া যায়।

    এইচ.এস.সি পাঠ্য বিষয় সমূহঃ


    ১। বাংলা
    ২। ইংরেজী
    ৩।কম্পিউটার অফিস আ্যাপ্লিকেশন
    ৪। ব্যবসায় গণিত ও পরিসংখ্যান
    ৫। হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ
    ৬। অর্থনীতি ও বানিজ্যিক ভুগোল
    ৭। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
    ৮। মার্কেটিং নীতি ও প্রয়োগ
    ৯। কম্পিউটার প্রোগ্রামিং
    ১০। প্রডাকশন প্লানিং, কন্ট্রোল এন্ড কস্টিং


সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্রেনিং


১। কম্পিউটার ট্রেনিং
২। বেসিক ইংলিশ ল্যাংগুয়েজ কোর্স


সহ শিক্ষা কার্যক্রমঃ


১।বনভোজন
২। শিক্ষা সফর


বিশেষ সার্ভিসঃ


১। শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম
২। ক্লাস টিচার সাপোর্ট সার্ভিস
৩। ইন্টারনেট (ডর-ভর) ব্যবহারের সুবিধা

শিক্ষার পাশাপাশি ইসলামি সংস্কৃতি ও বিনোদনমূলক প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র/ছাত্রীদের মানসিক বিকাশে উৎসাহিত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলছে এভারগ্রীন কারিগরি স্কুল এন্ড কলেজ।